Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
ব্যাঙের ছাতার বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর বিষয়ক ওয়েইসাইটে লগইন করুন।
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
যেকোনো প্রশ্নের বিজ্ঞানভিত্তিক উত্তর জানতে এবং জানাতে যুক্ত হন ব্যাঙের ছাতার বিজ্ঞানের প্রশ্ন-উত্তর সাইটে।
ভ্যাক্সিন নেওয়ায় দুটি ডোজের মাঝে সময় ব্যবধান রাখা হয় কেন?
answered by Swapnil Acharjee mRNA vaccine এর কথা চিন্তা করি। কোভিড-১৯ এর ক্ষেত্রে Pfizer BioNTech বা Moderna এর ভ্যাক্সিন।খুব সংক্ষেপে বললে-এই mRNA ভ্যাক্সিনগুলোর কাজ করার উপায় হলো- এগুলো দেহের ভেতর গিয়ে ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি করে। সেটার জন্য পরে দেহে এই ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি তৈরি হয়। ১মRead more
answered by Swapnil Acharjee
mRNA vaccine এর কথা চিন্তা করি। কোভিড-১৯ এর ক্ষেত্রে Pfizer BioNTech বা Moderna এর ভ্যাক্সিন।খুব সংক্ষেপে বললে-এই mRNA ভ্যাক্সিনগুলোর কাজ করার উপায় হলো- এগুলো দেহের ভেতর গিয়ে ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি করে। সেটার জন্য পরে দেহে এই ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি তৈরি হয়। ১ম ডোজে মেইনলি ইমিউন রেস্পন্স সৃষ্টি করার কাজটাই করা হয়।এখন এই কাজের জন্য তো সময় লাগবে অবশ্যই। কারণ, প্লাজমা B কোষগুলো এন্টিবডি তৈরি করবে। সাইটোটক্সিক T কোষগুলো জীবাণু ধ্বংস করবে। দ্বিতীয় ডোজ দেওয়া হয় মূলত বুস্টার ডোজ হিসেবে। সেটা আসলে ইমিউন রেসপন্সকে আরো শক্তিশালী করার জন্য।আরও কিছু কারণ আছে অবশ্য। এন্টিবডি লেভেল চেক করার জন্য। মেমোরি T, B কোষগুলোর কার্যকারিতা চেক করার জন্য। কিন্তু, যদি High level Antibody থাকার পরেও বুস্টার ডোজ দেওয়া হয়,তাহলে Arthus Reaction হতে পারে। মানে বেশি পরিমাণ IgG এন্টিবডির জন্য Inflammation হয়ে Type-III Hypersensitivity দেখা দিতে পারে।এজন্যই মূলত Initial Vaccination এর আরও কিছুদিন (কয়েক বছরও হতে পারে) পরে বুস্টার ডোজ দেওয়া হয়।
See lessপয়সনের অনুপাতের মান -1 থেকে 0.5 এর মধ্যে থাকে কেন?দৈর্ঘ্য বিকৃতি যেহেতু পার্শ্ব বিকৃতির তুলনায় বড় হয়,সেক্ষেত্রে তো σ এর বাস্তব মানের সীমা 0 থেকে 1 এর মধ্যে থাকার কথা ছিল।(প্রকৃতপক্ষে 0 থেকে 1/2)
answered by দীপংকর মিত্র ইয়ং গুণাঙ্ক, আয়তন গুনাঙ্ক আর আকৃতি গুণাঙ্ক নিয়ে একসাথে হিসাব করলে প্রমাণ করা যায় যে পয়সনের অনুপাতের মান ১/২ এর চেয়ে বড় কখনোই হবে না।
answered by দীপংকর মিত্র
ইয়ং গুণাঙ্ক, আয়তন গুনাঙ্ক আর আকৃতি গুণাঙ্ক নিয়ে একসাথে হিসাব করলে প্রমাণ করা যায় যে পয়সনের অনুপাতের মান ১/২ এর চেয়ে বড় কখনোই হবে না।
See lessকারো শরীর থেকে নিয়ে ব্যাগের মধ্যে রক্ত নেয়ার পর স্বাভাবিক তাপমাত্রায় কতক্ষণ সেই রক্ত ভালো থাকে? অর্থাৎ কতক্ষণের মধ্যে রোগীকে সেই রক্ত সরবরাহ করতে হবে?
answered by Minhaz R. Luis ফ্রিজ করা ছাড়া ৪২ দিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। ফ্রিজ করলে তার থেকে অনেক বেশি দিন পর্যন্ত। তবে এটা সংরক্ষণের জন্য সঠিক পদ্ধতি নয়। তাই ঠান্ডা জায়গায় রেখে ৪২ দিনের বেশি সংরক্ষণ করা যেতে পারে।
answered by Minhaz R. Luis
ফ্রিজ করা ছাড়া ৪২ দিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। ফ্রিজ করলে তার থেকে অনেক বেশি দিন পর্যন্ত। তবে এটা সংরক্ষণের জন্য সঠিক পদ্ধতি নয়। তাই ঠান্ডা জায়গায় রেখে ৪২ দিনের বেশি সংরক্ষণ করা যেতে পারে।

See lessবিদ্যুৎ প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে লাইনের মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলোর কী হয়?
answered by Md. Sabid Arif Robi তারা থেমে যায়। বিদ্যুত সংযোগ বিহিন অবস্থাতেও মুক্ত ইলেক্ট্রন থাকে। তারা যে ভাবে থাকে বিদ্যুৎ প্রবাহ বন্ধের পরে ইলেকট্রন সে ভাবে থাকে।
answered by Md. Sabid Arif Robi
তারা থেমে যায়। বিদ্যুত সংযোগ বিহিন অবস্থাতেও মুক্ত ইলেক্ট্রন থাকে। তারা যে ভাবে থাকে বিদ্যুৎ প্রবাহ বন্ধের পরে ইলেকট্রন সে ভাবে থাকে।
See lessগাঁজা বেশি ক্ষতিকর? নাকি বিড়ি/সিগারেট?
answered by Srijony Mondal দুইজনই প্রায় সমান ক্ষতিকর। সিগারেটের আছে নিকোটিন, গাঁজায় পাওয়া গেছে হাইড্রোজেন সায়ানাইড, ফিল্টার না থাকায় গাঁজা সিগারেটের থেকে অধিক টার ফুসফুসে ঢোকায়, সিগারেটের চেয়ে গাঁজা ক্যান্সারের অধিক ঝুঁকি বাড়ায়https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.ncbi.nlm.nih.gov%2FbooksRead more
answered by Srijony Mondal
দুইজনই প্রায় সমান ক্ষতিকর।
See lessসিগারেটের আছে নিকোটিন, গাঁজায় পাওয়া গেছে হাইড্রোজেন সায়ানাইড, ফিল্টার না থাকায় গাঁজা সিগারেটের থেকে অধিক টার ফুসফুসে ঢোকায়, সিগারেটের চেয়ে গাঁজা ক্যান্সারের অধিক ঝুঁকি বাড়ায়https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.ncbi.nlm.nih.gov%2Fbooks%2FNBK224396%2F%3Ffbclid%3DIwAR2zEZBgcEdqKvRHffW1tmYJE7hsWImcgzGzV_A6w6pyWecy_GYemDz7d8Q&h=AT1VrazPEUINYZQ2o1qLZ3d3polpixygBzelaRRQ8gAZCclWOFQ7jxgs-qDTjuOnobwPDLJEmBu1jE-7OB3Q4NvZO0Xsv2icdl8Zaw-WKShg0Ufa4WSVSayl1h4mFPazYczq&__tn__=R%5D-R&c%5B0%5D=AT0slCDpz1ApBVbdaPDuKM1LkJF_M97Ufy1jOpYY9pq4hsaU5CtSxlVkCuKNHJ6X0HORy4V97_r_HbBrJ7OnabMG2AtwRUlTE7_08gnk9NF1odQkxp7_HHuPFUP0OPxzZU-HsEqHw-XwubBZ-yVKFqonQKjh4dRusD2_aji98VQTJtSvWxI
মাংসপেশিতে বাতাসের বুদবুদ প্রবেশ করলে কি কোনো সমস্যা হবে?? ইন্সুলিন নেয়ার সময় যদি বাতাস প্রবেশ করে তোবকি ধরনের সমস্যা হতে পারে??
answered by Taspia Jahan Luba বাতাস প্রবেশ করলে ওইটা আপনার ধমনিতে/ শিরাতে যাবে,( বুদবুদের আকারের উপর নির্ভর করে, বুদবুদ ছোট হলে ক্ষতি করে না) ( তবে জায়গাভদেদে ভিন্ন) শিরা\ ধমনিতে বাতাস ঢুকলে রক্ত জমাট বাঁধে, ফলে রক্তনালিতে রক্ত জমাট বাঁধবে কোষে রক্ত যাবে না ফলে ওই ব্লকড রক্তনালিওয়ালা অঙ্গ পঁচে যাবেRead more
answered by Taspia Jahan Luba
বাতাস প্রবেশ করলে ওইটা আপনার ধমনিতে/ শিরাতে যাবে,( বুদবুদের আকারের উপর নির্ভর করে, বুদবুদ ছোট হলে ক্ষতি করে না) ( তবে জায়গাভদেদে ভিন্ন)
শিরা\ ধমনিতে বাতাস ঢুকলে রক্ত জমাট বাঁধে, ফলে রক্তনালিতে রক্ত জমাট বাঁধবে
কোষে রক্ত যাবে না
ফলে ওই ব্লকড রক্তনালিওয়ালা অঙ্গ পঁচে যাবে , অঙ্গ বিকল বা আপনি পটল তুলতে পারেন
তবে সামান্য বাতাসে কিছুই হয় না। রক্তের ভিতর তা দ্রবীভূত হয়ে যায়।
১০০ মিলি বা তার বেশি পরিমাণ বাতাস ঢুকলে ক্ষতি হতে পারে
অঙ্গভেদে ভিন্ন হতে পারে
See lessযমন ঃ ব্রেইনে ২ মিলি বাতাস ঢুকলে মানুষ মরবে
একটি পঁচা নষ্ট কলাগাছ অনেকদিন পরে থাকার পর,বাড়ির সবাই লক্ষ্য করলো গাছ থেকে কলার থোড় বের হইছে।আসলে এই গাছের এমনটা হওয়ার কারণটা কি?
answered by Alam Jaha ১। গাছটির ভেতরের দিকটা সজীব ছিল। কলা গাছের বাইরের দুই একটা স্তর পঁচে গেলেও ভেতরের দিকটা সজীব থাকতে পারে। একেবারে ভেতরে পঁচে গেলে থোড় বের হওয়ার কথা না। ২। কলাগাছে একাধিক থোড় দেখা দেয়া অস্বাভাবিক নয়। মাঝে মাঝেই দেখা যায়। এক্ষেত্রে গাছটি সোজা না দাঁড়িয়ে বাকা হয়ে যাওয়ায় হরমোনের ভারRead more
answered by
Alam Jaha
১। গাছটির ভেতরের দিকটা সজীব ছিল। কলা গাছের বাইরের দুই একটা স্তর পঁচে গেলেও ভেতরের দিকটা সজীব থাকতে পারে। একেবারে ভেতরে পঁচে গেলে থোড় বের হওয়ার কথা না।
২। কলাগাছে একাধিক থোড় দেখা দেয়া অস্বাভাবিক নয়। মাঝে মাঝেই দেখা যায়। এক্ষেত্রে গাছটি সোজা না দাঁড়িয়ে বাকা হয়ে যাওয়ায় হরমোনের ভারসাম্য হারিয়ে কিছু ঘটেছে কীনা জানা দরকার।
কলাগাছে থোড় দেয়ার প্রক্রিয়া বিস্তারিত
https://kids.frontiersin.org/arti…/10.3389/frym.2018.00060
KIDS.FRONTIERSIN.ORG
See lessHow Do Banana Flowers Develop?
মাছ পানি থেকে অক্সিজেন নিলে হাইড্রোজেন কই যায়?
answered by Sajir Ahmed মাছ তো পানির অনু ভেঙে অক্সিজেন নেয়না। পানিতে অক্সিজেন সহ অন্যান্য অনেক গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে। সেখান থেকে ফুলকার সাহায্যে অক্সিজেন নেয়।
answered by Sajir Ahmed
মাছ তো পানির অনু ভেঙে অক্সিজেন নেয়না।
See lessপানিতে অক্সিজেন সহ অন্যান্য অনেক গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে। সেখান থেকে ফুলকার সাহায্যে অক্সিজেন নেয়।
একজন মানুষ কি জন্মগতভাবে মেধাবী হতে পারে?
written by Nayeem Hossain Faruque বুদ্ধিমত্তা এসব নিয়ে কথাবর্তা শুনতে শুনতে বিরক্ত, তাই কিছু জিনিস ক্লিয়ার করা দরকার। সব মানুষ কি সমান? না। সবার জেনেটিক্স আলাদা। কেউ লম্বা, কেউ খাটো, কেউ সাদা, কেউ কালো। কোনটা গুরুত্বপূর্ণ সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ঠিক তেমনি বুদ্ধিমত্তাও সবার সমান না। কারো x বিRead more
written by
Nayeem Hossain Faruque
বুদ্ধিমত্তা
এসব নিয়ে কথাবর্তা শুনতে শুনতে বিরক্ত, তাই কিছু জিনিস ক্লিয়ার করা দরকার।
সব মানুষ কি সমান? না। সবার জেনেটিক্স আলাদা। কেউ লম্বা, কেউ খাটো, কেউ সাদা, কেউ কালো। কোনটা গুরুত্বপূর্ণ সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার।
ঠিক তেমনি বুদ্ধিমত্তাও সবার সমান না। কারো x বিষয়ে স্কিল থাকবে, কারও y বিষয়ে। কারও দুইটাতেই থাকবে, কারও কোনটাতেই না।
বুদ্ধিমত্তা কি জেনেটিক? হুম, একটা বড় অংশ জেনেটিক। বাকিটা পরিবেশ, পরিশ্রম। নিচে রেফারেন্স দিচ্ছি, দেখে নিও।
প্র্যাক্টিস করে কি লাভ হয়? অবশ্যই হয়। পরিশ্রম করে যথেষ্ট ইম্প্রুভ করা যায়। তবে, সমান পরিশ্রম করলে জন্মসূত্রে বুদ্ধি বেশি যার সে এগিয়ে থাকবে।
আমি কি চাইলে আইন্সটাইন হতে পারবো? আরেকটু পরিশ্রম করলেই? না। তবে নিজের অবস্থার উন্নতি করতে পারবো। আর তোমার অলস বুদ্ধিমান ফ্রেন্ডকেও ছাড়িয়ে যেতে পারবা। তবে লিমিট আছে।
XYZ বিজ্ঞানী/মনীষী জেনেটিক ইন্টেলিজেন্সকে অস্বীকার করেছেন? তাঁর ব্যক্তিগত বিশ্বাস প্রমাণিত বিজ্ঞানের উল্টাদিকে যায়। তাঁকে অবশ্যই আগে এসবের প্রমাণ দিয়ে আসতে হবে।
জীবন গোলাপের বিছানা না। লাইফ ফেয়ার না।
রেফারেন্স কমেন্টে।
See lessমানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর পাকস্থলীতে HCl তৈরি হয়? যদি হয় তবে তাদের দেহ থেকে কি HCl তৈরি করা সম্ভব? মানে তাদের পাকস্থলী থেকে যদি কোনো ভাবে বের করে নেয়া হয়??
answered by Javed Ikbal হ্যা। হ্যা। তবে প্রাণীটাকে না মেরে বের করতে গেলে ডাক্তারের মত স্কিল লাগবে |
answered by Javed Ikbal
হ্যা। হ্যা। তবে প্রাণীটাকে না মেরে বের করতে গেলে ডাক্তারের মত স্কিল লাগবে |
See lessসেলসিয়াস ও ফারেনহাইটের আগে ডিগ্রি (°C, °F) লেখা হলেও কেলভিনের (K) আগে ডিগ্রি লেখা হয় না কেন?
|| ব্যাঙের ছাতার প্রশ্নোত্তর প্রশ্ন: সেলসিয়াস ও ফারেনহাইটের আগে ডিগ্রি (°C, °F) লেখা হলেও কেলভিনের (K) আগে ডিগ্রি লেখা হয় না কেন? উত্তর: আমরা নানান সময়ে নানান কারণে তাপমাত্রা আঁকি। বিভিন্ন এককে মাপি। যেমন °C, °F, K এখানে, সেলসিয়াস আর ফারেনহাইটে মাপার সময় ডিগ্রী ব্যবহার করলাম। কিন্তু কেলভিনে মাপার সমRead more
|| ব্যাঙের ছাতার প্রশ্নোত্তর
প্রশ্ন: সেলসিয়াস ও ফারেনহাইটের আগে ডিগ্রি (°C, °F) লেখা হলেও কেলভিনের (K) আগে ডিগ্রি লেখা হয় না কেন?
উত্তর: আমরা নানান সময়ে নানান কারণে তাপমাত্রা আঁকি। বিভিন্ন এককে মাপি। যেমন °C, °F, K এখানে, সেলসিয়াস আর ফারেনহাইটে মাপার সময় ডিগ্রী ব্যবহার করলাম। কিন্তু কেলভিনে মাপার সময় করলাম না। এইটার পেছনে কয়েকটা কারণ থাকতে পারে। আগে বলি একক মানে কি? একক মানে হলে একটা পরিমাপক, যেটাকে ব্যবহার করে আমরা বড়/ছোট কোনো রাশি মাপতে পারবো। যেমন- ৫মিটার মানে ১মিটারের ৫গুণ। ০ মিটার মানে কোনো দৈর্ঘ্য নাই৷ ০ কেজি মানে ভর নাই। এখন আসি, তাপমাত্রার কথায়। সেলসিয়াস এককের কথায় আসি। তাপমাত্রিক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় পানি। পানির ফ্রিজিং পয়েন্ট কে এই সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরবিন্দু (0°C) আর বয়েলিং পয়েন্টকে এই স্কেলের উচ্চ স্থিরবিন্দু (100°C) বিবেচনা করে রিডিং নেওয়া হয়। কিন্তু আমরা এখানে পানি ব্যবহার না করে অন্যকিছুও ব্যবহার করতে পারতাম।আমি আমার মতো করে নতুন একটা স্কেল “Swapnil Scale” বানিয়ে নিতে পারতাম। ফারেনহাইটের ব্যাপারেও সেরকম। এখন খেয়াল করেন, °(ডিগ্রী) ব্যবহার করে আমি এই নির্ভরশীলতাটাকেই বুঝাই। আমরা এককের সংজ্ঞায় বুঝেছিলাম 0 মিটার মানে কোনো দৈর্ঘ্য নাই। 0 kg মানে কোনো ভর নাই। কিন্তু, 0°C বা, 0°F মানে কিন্তু এইটা মোটেও না যে, কোনো তাপশক্তি নাই! তারমানে, সেলসিয়াস বা ফারেনহাইট এই এককগুলা অ্যাবসোলুট না।এইগুলো যোগ বিয়োগ করে অদ্ভুত রেজাল্টও আনা যায়। এই এককগুলো জাস্ট হিসাবের সুবিধার্থে সুবিধাজনক তাপমাত্রিক পদার্থ ব্যবহার করে নিয়ে আসা। আর এই ব্যাপারটা বুঝানোর জন্যই ডিগ্রী ব্যবহার করা হয়।এখন আসি, কেলভিনে কেন ডিগ্রী ব্যবহার করা হয় না? কারণ কেলভিন তাপমাত্রা মাপার জন্য অ্যাবসোলুট একটা একক। এই স্কেলের 0 তাপমাত্রা মানে পরমশূন্য অবস্থা। এই অবস্থায় গ্যাসের আয়তন শূন্য। তাপশক্তিও শূন্য।মানে এই এককের জন্য 0 এর সংজ্ঞাও ঠিক। এই স্কেল রেজাল্ট দেয় অণুগুলোর তাপশক্তি মেপে মেপেই। কোনো তাপমাত্রিক পদার্থ ব্যবহার করে নয়। সেলসিয়াস স্কেলে 20° তে যতটুকু তাপশক্তি থাকে, 40°C এ তার দ্বিগুণ থাকে না। একই কথা ফারেনহাইট বা কোনো তাপমাত্রিক পদার্থ ব্যবহার করে বানানো স্কেলেও। কিন্তু কেলভিন স্কেলে এই ব্যাপারটা ঠিক থাকে। কেলভিনে দ্বিগুণ তাপমাত্রা মানে তাপশক্তিও দ্বিগুণ।এখন বুঝতেই পারছেন যে কেলভিন স্কেলটা খুবই মৌলিক আর এককের সবগুলো ডেফিনিশন মেইনটেইন করে। আর তাই কেলভিন স্কেলে ডিগ্রী চিহ্নটা ব্যবহার করা হয় না।কিন্তু, মজার ব্যাপার হচ্ছে ১৯৬৭/৬৮ এর আগে কেলভিন এককেও ডিগ্রী ব্যবহার করা হতো। পরে সেটা সংশোধন করা হয়।এখন আমরা ডিগ্রী ছাড়াই কেলভিন ব্যবহার করি সবসময়। Rankine নামে আরেকটা স্কেল আছে। এটাও অ্যাবসোলুট জিরোর উপর ভিত্তি করে বানানো।আমরা জানি, কেলভিন স্কেলে দুইটা তাপমাত্রার পার্থক্য= সেলসিয়াস স্কেলে দুইটা তাপমাত্রার পার্থক্য। এরকম, Rankine Scale এ দুইটা তাপমাত্রার পার্থক্য= ফারেনহাইট স্কেলে দুইটা তাপমাত্রার পার্থক্য।
°R=°F+459.67
কিন্তু, কনভেনশনালি এখনো এই স্কেলে ডিগ্রী চিহ্নটা ব্যবহার করা হয়। যেটা আসলে অনুচিত।National Institute of Standards and Technology (NIST) ও ডিগ্রী চিহ্নটা ব্যবহারের বিপক্ষে। কিন্তু, এই কনভেনশন এখনো পরিবর্তন হয়নি।
রেফারেন্স –
See less1) https://sciencenotes.org/why-there-is-no-degree-in…/
2) https://en.m.wikipedia.org/wiki/Kelvin
3) https://www.quora.com/Why-do-we-not-use-the-sign-of-a…
যদি এমন কোনো পদার্থ (রং) বানানো যায় যা আপতিত রশ্মির ১০০% শোষণ করে ০% প্রতিফলিত করে। তাহলে কি সেই রং এর প্রলেপ যেকোনো বস্তুতে দিলে তা ইনভিসিবল হবে??
answered by Javed Ikbal ভ্যান্টাব্ল্যাক নামে এক ধরনের রঙ আছে যা 99.965% শোষণ করে। কিন্তু শোষণ করলেই অদৃশ্য হয় না--পেছনের জিনিস দেখা যাওয়া লাগবে। সেটা ১০০% শোষণ করলেও হবে না। https://en.wikipedia.org/wiki/Vantablack EN.WIKIPEDIA.ORG Vantablack - Wikipedia
answered by
Javed Ikbal
ভ্যান্টাব্ল্যাক নামে এক ধরনের রঙ আছে যা 99.965% শোষণ করে। কিন্তু শোষণ করলেই অদৃশ্য হয় না–পেছনের জিনিস দেখা যাওয়া লাগবে। সেটা ১০০% শোষণ করলেও হবে না।
https://en.wikipedia.org/wiki/Vantablack
EN.WIKIPEDIA.ORG
See lessVantablack – Wikipedia
ধরেন একটা বস্তু আমরা গড়িয়ে দিলাম।যে বেগে গড়িয়ে দিলাম তার একটু পড়ে যদি আবার ধাক্কা দেই তাহলে তার বেগ বেড়ে যাবে, আবার ধাক্কা দিলে বেগ আরও বেড়ে যায় তাহলে এইভাবে মহাকাশযানের বেগ কি বাড়ানো যায় না? স্পেসে নিয়ে যাওয়ার পর তার ইঞ্জিন স্টার্ট দিয়ে কিছুটা বেগ বৃদ্ধি করে অফ করে দিলাম। যেহেতু স্পেসে কোনো ঘর্ষন নেই তো ইঞ্জিন অফ করলেও তো বেগ কমবে না আবার ইঞ্জিন স্টার্ট দিয়ে বেগ বাড়ালাম, এভাবে বার বার রিপিট করে কি মহাকাশযানের বেগ অনেক অনেক বৃদ্ধি করা যায় না??
answered by Nayeem Hossain Faruque যায়। ত্বরণ দিতে শক্তি লাগে। স্পেসশিপ এমনিতে ইঞ্জিন অফ করেই চলে পৃথিবী ছাড়ার পর, প্রয়োজন না হলে।
answered by Nayeem Hossain Faruque
যায়। ত্বরণ দিতে শক্তি লাগে। স্পেসশিপ এমনিতে ইঞ্জিন অফ করেই চলে পৃথিবী ছাড়ার পর, প্রয়োজন না হলে।
See lessপ্রতিটা হাইপোথিসিস প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে আগের প্রমাণিত বিজ্ঞানের নামে ‘অপপ্রচার’ বলা যায় কি?
answered by Javed Ikbal না। হাইপোথেসিস কী, সেটার সংজ্ঞাঃ বর্তমানে চালু থিয়োরি দিয়ে যদি পরীক্ষায় পাওয়া উপাত্ত ব্যাখ্যা করা না, তাহলে যে অনুমিত ব্যাখ্যা উপাত্তের সাথে মেলে, সেটাকে হাইপোথেসিস বলে। খেয়াল কর, এখানে দুইটা অংশ আছে (ক) বর্তমান থিয়োরি কিছু ১০০% ব্যাখ্যা করতে পারছে না (খ) কোন প্রমাণ ছাড়া সেটাRead more
answered by Javed Ikbal
না। হাইপোথেসিস কী, সেটার সংজ্ঞাঃ
বর্তমানে চালু থিয়োরি দিয়ে যদি পরীক্ষায় পাওয়া উপাত্ত ব্যাখ্যা করা না, তাহলে যে অনুমিত ব্যাখ্যা উপাত্তের সাথে মেলে, সেটাকে হাইপোথেসিস বলে।
খেয়াল কর, এখানে দুইটা অংশ আছে
(ক) বর্তমান থিয়োরি কিছু ১০০% ব্যাখ্যা করতে পারছে না
(খ) কোন প্রমাণ ছাড়া সেটার একটা ব্যাখ্যা করা হলো
তাহলে (খ) হচ্ছে হাইপোথেসিস
এখন আমি যদি বলি যে আকাশের রঙ নীল কারন পরীদের ডানা থেকে নীল রঙ চুইয়ে পড়েছে, সেটা (খ) হতে পারে, কিন্তু (ক) হয় নাই। সুতরাং আমার এটা হাইপোথেসিস হয় নাই, আমারটা অপবিজ্ঞান বা সাহিত্য হয়েছে। “অপপ্রচার” শব্দটা ব্যবহার করা যেতে পারে, তবে সেটা সঠিক হবে না বলে মনে হয়
See lessস্মার্ট ফোনের ডার্ক মোড অন করে চালালে ফোনের বা ফোন ব্যবহার কারীর কোনো সমস্যা হবে কি?
answered by Nayeem Hossain Faruque অন না করে চালালে যা হবে তার চেয়ে কম।
answered by
Nayeem Hossain Faruque
অন না করে চালালে যা হবে তার চেয়ে কম।