ব্যাঙের ছাতার বিজ্ঞান (BCB)-র যাত্রা শুরু মোটামুটি ফেসবুক থেকে। ফেসবুকে ব্যাঙের ছাতার মতো হাজার হাজার বিজ্ঞানের গ্রুপ গজিয়ে উঠছে যেগুলোর মধ্যে অনেকেই বিজ্ঞানের নামে অপবিজ্ঞান প্রচার করে বেড়াচ্ছে আর এই ব্যাপারটাকে প্রতিবাদ করতেই একটা গ্রুপটি খোলা হয় আর সেই গ্রুপের নাম দেওয়া হয়েছিলো “ব্যাঙের ছাতার বিজ্ঞান”। সেখান থেকেই এই কমিউনিটির পথচলা শুরু
আমাদের মূল উদ্দেশ্য: সঠিক বিজ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
নীতিবাক্য: বাঁচতে হলে ভাবতে হবে।
mascot
![]() |
art by Mehrab Siddique Sabit |