Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
ব্যাঙের ছাতার বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর বিষয়ক ওয়েইসাইটে লগইন করুন।
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
যেসব নারীরা ব্রেস্ট সার্জারি করায় তাদের পরবর্তীতে ব্রেস্ট ফিডিং বা গর্ভধারণের ক্ষেত্রে প্রব্লেম হয় কি?
গর্বধারণে সমস্যা হয় না। আর ব্রেস্ট সার্জারি বলতে ব্রেস্টে সিলিকনের ব্যাগ ভরে আকার পরিবর্তনেরটা বলছেন? সেটা-তেও বেশিরভাগ সময়ই ব্রেস্টফিডিং করানো যায় যদি সিলিকন ব্যাগের পজিশন ঠিক থাকে।
গর্বধারণে সমস্যা হয় না। আর ব্রেস্ট সার্জারি বলতে ব্রেস্টে সিলিকনের ব্যাগ ভরে আকার পরিবর্তনেরটা বলছেন? সেটা-তেও বেশিরভাগ সময়ই ব্রেস্টফিডিং করানো যায় যদি সিলিকন ব্যাগের পজিশন ঠিক থাকে।
See lessটেস্টিং সল্ট কী? এটা কী শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে?
নিচের প্রবন্ধটি পড়ে আসুন, ওখানে উত্তর দেয়া আছে। https://bangachi.com/chemistry/how-much-safe-testing-salt-is/
নিচের প্রবন্ধটি পড়ে আসুন, ওখানে উত্তর দেয়া আছে।
https://bangachi.com/chemistry/how-much-safe-testing-salt-is/
See lessযখন আলো থেকে হঠাৎ অন্ধকার হয়ে যায় ( mainly electricity চলে যাওয়া ) তখন সাথে সাথে সবকিছু ঘুটঘুটে অন্ধকার লাগলে একটু পরেই একাই যেনো সব ষ্পষ্ট হতে শুরু করে। মানে নতুন কোনো আলো ছাড়াই ওই অন্ধকারেই যেনো চোখে সব একটু হলেই স্পষ্ট লাগে। এটা আরো ভালো বোঝা যায় যদি দূরে কোনো আলোক উৎস থাকে, অন্ধকার হওয়ার সাথে সাথে কিছুই দেখা যায় না অথচ একটু পরেই ওই দূরের আলো থেকেই মনে হয় যেনো অন্ধকারেও সব পরিষ্কার দেখা যাচ্ছে। এটা কেমন করে কী হয়?
আমাদের চোখে আলো প্রবেশের "গর্ত" পিউপিল কত ছোট/বড় (সংকোচিত/প্রসারিত) হয়ে আছে তার উপর নির্ভর করে কতখানি আলো চোখে প্রবেশ করবে এবং কত উজ্জ্বল/অনুজ্জ্বল দেখবো আমরা। অনেক আলো যুক্ত পরিবেশে পিউপিল ছোট হয়ে থাকে। যেন সব ক্লিয়ার দেখা যায়। অনেক কম আলোর পরিবেশে দেখতে পিউপিল বড় হয়। লাইট হুট করে নিভে গেলে আমাদেরRead more
আমাদের চোখে আলো প্রবেশের “গর্ত” পিউপিল কত ছোট/বড় (সংকোচিত/প্রসারিত) হয়ে আছে তার উপর নির্ভর করে কতখানি আলো চোখে প্রবেশ করবে এবং কত উজ্জ্বল/অনুজ্জ্বল দেখবো আমরা।
অনেক আলো যুক্ত পরিবেশে পিউপিল ছোট হয়ে থাকে। যেন সব ক্লিয়ার দেখা যায়। অনেক কম আলোর পরিবেশে দেখতে পিউপিল বড় হয়।
লাইট হুট করে নিভে গেলে আমাদের পিউপিল আগের মতো (ছোট) অবস্থা থেকে আস্তে আস্তে বড় হতে সময় নেয়। এজন্য লাইট নেভার সাথে সাথে একদম ঘুটঘুটে অন্ধকার দেখি (যেহেতু যথেস্ট আলো প্রবেশ করতে পারছে না, এমনিতেই আলো খুবই কম)
আর আস্তে আস্তে একটু পর পিউপিল বড় হয় আর আমরা দেখতে পাই চারপাশ।

See lessমানুষের রাগ কেন উঠে?
মস্তিষ্কের reward system বলে একটা সিস্টেম আছে। এটা মুলত একটা স্নায়বিক কাঠামোর একটি গ্রুপ যা মুলত আমাদের অনুপ্রেরণামূলক যোগায়। রেগে যাওয়াও মুলত মস্তিষ্কের reward system-এর সাথে সম্পর্কযুক্ত। বিজ্ঞানীরা মনে করেন যে লক্ষ লক্ষ বছরের বিবর্তনে রেগে যাওয়া ক্ষমতা মস্তিষ্কে শক্ত হয়ে গিয়েছিল। মুলত আমরা যেটRead more
মস্তিষ্কের reward system বলে একটা সিস্টেম আছে। এটা মুলত একটা স্নায়বিক কাঠামোর একটি গ্রুপ যা মুলত আমাদের অনুপ্রেরণামূলক যোগায়। রেগে যাওয়াও মুলত মস্তিষ্কের reward system-এর সাথে সম্পর্কযুক্ত। বিজ্ঞানীরা মনে করেন যে লক্ষ লক্ষ বছরের বিবর্তনে রেগে যাওয়া ক্ষমতা মস্তিষ্কে শক্ত হয়ে গিয়েছিল। মুলত আমরা যেটা প্রত্যাশা করি এবং যখন আমাদের সাথে যেটা হয় তার মধ্যে যখন অমিল থাকে তখন আমাদের মস্তিষ্কের পুরষ্কারের জন্য তৈরি থাকলেও আসলে পুরষ্কার পাওয়া যায় না এতে তখন অ্যামিগডালা (amygdala) নামে একটি ছোট বাদাম আকারের অঞ্চলে সেই সংকেত চলে যায়। যার ফলে অ্যাড্রিনাল গ্রন্থি থেক অ্যাড্রেনালিন এবং টেস্টোস্টেরনের মতো স্ট্রেস হরমোন শরীরের রক্তের সাথে মিশে যায় এবং শারীরিক রাগ প্রকাশের জন্য প্রস্তুত করে। অথবা রাগের ভঙ্গি প্রকাশ পায় যেহেতু মস্তিষ্ক আশাকৃত reward পেতে ব্যার্থ হয়। তবে রেগে গিয়ে ভাঙ্গচুর, মারামারি ইত্যাদি মুলত মস্তিষ্কের prefrontal cortex এর ওপর নির্ভর করে, যেহেতু সেই অংশ ডিশিশন নেয়।
রেফারেন্স:
See lesshttps://www.nature.com/articles/nrn3381
আজকে একজন পুলিশ সদস্য নিজের মাথা গুলি করে অত্নহত্যা করেছে। আমার প্রশ্ন হলো সে কি ব্যাথা অনুভব করেছিলো?
হ্যা, করেছিলে। এখানে অনেকগুলা ব্যাপার আছে। ব্রেনের নিজের মধ্যে পেইন রিসেপ্টর নাই ফলে ব্রেইনে আঘাতে ব্যাথা করে না ঠিক আছে কিন্তু বুলেট তো মাথার ত্বক, ক্যালভারিয়াম এবং মেনিনেজ ইত্যাদি পার করে তারপর মস্তিষ্কে লাগবে। আর মাস্তিষ্কের pregenual anterior cingulate cortex (pACC) অংশ পেইন প্রসেস করে। তো প্রথRead more
হ্যা, করেছিলে।
এখানে অনেকগুলা ব্যাপার আছে। ব্রেনের নিজের মধ্যে পেইন রিসেপ্টর নাই ফলে ব্রেইনে আঘাতে ব্যাথা করে না ঠিক আছে কিন্তু বুলেট তো মাথার ত্বক, ক্যালভারিয়াম এবং মেনিনেজ ইত্যাদি পার করে তারপর মস্তিষ্কে লাগবে। আর মাস্তিষ্কের pregenual anterior cingulate cortex (pACC) অংশ পেইন প্রসেস করে। তো প্রথমত যদি শব্দের দ্রুতির [গতি] চেয়ে বেশি দ্রতিতে ব্রেনের সেই অংশ নষ্ট [আর পারফেক্ট ভাবে সেটা নষ্ট করা অসম্ভব] করা যায় তাহলে মাথার ত্বক, ক্যালভারিয়াম এবং মেনিনেজ এর ব্যাথা পৌঁছানোর আগেই সেটা ব্রেনের সেই অংশ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পেইন ফিল হবে না। কিন্তু নির্দিষ্ট ওই অংশকে টার্গেট করলেও বুলেট অত দ্রতিতে ব্রেইনে যেতে পারবে না, যদি ধরে নেয়া যায় যে যেতে পারলো তারপরও সেই অংশ সঠিক ভাবো নষ্ট হওয়া প্রায় অস্ভব। অর্থাৎ মাথায় গুলি করে পেইনলেস ডেড মোটামুটি অসম্ভব।
See lessপেন্সিলের শিষ কি গ্রাফাইট দিয়ে তৈরি? HB, 4B এই দুটির মাঝে কোনটির শিষ বেশি বিদ্যুৎ পরিবাহী হবে?
হ্যাঁ, সাথে আরও দ্রব্য থাকে যদিও। 4B এরটা। কারণ 4B এর রোধ কম, গ্রাফাইড বেশি HB (hard black) থেকে। টীকা: গ্রাফাইড কার্বনের (C) একটি রুপ। হাইস্কুলারদের করা গবেষণা পত্র: https://sg.docworkspace.com/d/sALqw5Srl-74yn9yPmqmnFA
হ্যাঁ, সাথে আরও দ্রব্য থাকে যদিও।
4B এরটা। কারণ 4B এর রোধ কম, গ্রাফাইড বেশি HB (hard black) থেকে।
টীকা: গ্রাফাইড কার্বনের (C) একটি রুপ।
হাইস্কুলারদের করা গবেষণা পত্র: https://sg.docworkspace.com/d/sALqw5Srl-74yn9yPmqmnFA
See lessPlease define “LIFE” in scientific way.
We don't have any clear definition of life, as so far we have only seen one kind of life (DNA/RNA based life). NASA's definition works good for now I guess, "A self-sustaining chemical system capable of Darwinian evolution"
We don’t have any clear definition of life, as so far we have only seen one kind of life (DNA/RNA based life).
See lessNASA’s definition works good for now I guess, “A self-sustaining chemical system capable of Darwinian evolution”
লিংকের ভিডিওতে আসলে কি হচ্ছে?
প্রথমে দেখে ফেক ভেবেছিলাম। যেহেতু এগুলো তারে অপরিবাহী কোটিং দেওয়া থাকে। কিন্থ ভিডিওর তারটায় দেওয়া নেই, ফলে তড়িৎ প্রবাহ হচ্ছে তারের মধ্যে দিয়ে, সেই তড়িৎ প্রবাহের উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ড পুশ-পুল করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ভিডিওটায় সুন্দরভাবে এক্সপ্লেইন করা: https://youtu.be/wx9n30qjYpw
প্রথমে দেখে ফেক ভেবেছিলাম। যেহেতু এগুলো তারে অপরিবাহী কোটিং দেওয়া থাকে।
See lessকিন্থ ভিডিওর তারটায় দেওয়া নেই, ফলে তড়িৎ প্রবাহ হচ্ছে তারের মধ্যে দিয়ে, সেই তড়িৎ প্রবাহের উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ড পুশ-পুল করে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এই ভিডিওটায় সুন্দরভাবে এক্সপ্লেইন করা:
https://youtu.be/wx9n30qjYpw
ফোনের চার্জ কম থাকলে নাকি রেডিয়েশন বেশি থাকে এবং তখন ফোন রিসিভ করলে ক্ষতি হয়। এ কথার সত্যতা কতখানি?
না সত্যতা নাই। ফোন চার্জের সাথে ফোনের যোগাযোগের রেডিও ওয়েভ এমিশনের সম্পর্ক নাই। থাকলেও খুব বেশি রেডিও ওয়েভেও মানুষের ক্ষতি হয়না কোন।
না সত্যতা নাই।
See lessফোন চার্জের সাথে ফোনের যোগাযোগের রেডিও ওয়েভ এমিশনের সম্পর্ক নাই।
থাকলেও খুব বেশি রেডিও ওয়েভেও মানুষের ক্ষতি হয়না কোন।
এলিয়েনদের উদ্দ্যেশ্যে পাঠানো এই সিগন্যাল কি এলিয়েনরা বুঝতে পারেব?
এটা বাইনারিতে পাঠানো। শুধু 1 আর 0. এই 1 আর 0 গুলো স্প্রেডশিটের মত করে ছকে বসালে এরকম ছবি পাওয়া যায়। এটা দেখে কোন বুদ্ধিমান প্রানীর প্রথমেই মনে হবে এটা প্রাকৃতিক হওয়ার কথা না। বাকিগুলো বুঝবে কী না বা কতদূর বুঝবে সেটা আলাদা কথা। এটা দেখুন, এই সম্পর্কে চমৎকার একটা ডকুমেন্টারি: https://youtu.be/xna-kdXZRead more
এটা বাইনারিতে পাঠানো। শুধু 1 আর 0.
এই 1 আর 0 গুলো স্প্রেডশিটের মত করে ছকে বসালে এরকম ছবি পাওয়া যায়। এটা দেখে কোন বুদ্ধিমান প্রানীর প্রথমেই মনে হবে এটা প্রাকৃতিক হওয়ার কথা না।
বাকিগুলো বুঝবে কী না বা কতদূর বুঝবে সেটা আলাদা কথা।
এটা দেখুন, এই সম্পর্কে চমৎকার একটা ডকুমেন্টারি:
See lesshttps://youtu.be/xna-kdXZQHQ