আকস্মিক শীতল স্পর্শে (বিশেষ করে তরল: যেমন পানি) মূত্র ত্যাগের অনুভূতি জাগে কেন?
Share
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
ব্যাঙের ছাতার বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর বিষয়ক ওয়েইসাইটে লগইন করুন।
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
লিখেছে: Mahdi Islam Prince
আকষ্মিক ঠান্ডা বা শীতল কোনো কিছুর কন্টিনিউয়াস স্পর্শে বডি টেম্পারেচার প্রিজার্ভ করতে শরীরের সার্ফেসের রক্তনালী সংকুচিত হয়ে যায়।
ফলে পাম্প করা সকল রক্ত ভেতরের ভাইটাল অর্গানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। কিডনিও তার মধ্যে একটি।
কিডনীতে রক্ত প্রবাহ যত বেশি হবে, মূত্রতৈরীও তত বেশি হবে। আর মূত্র যত বেশি তৈরী হবে, ব্লাডারে ততবেশি জমা হবে।
আর আরেকটা ব্যাপার হলো কোল্ড ওয়েদারে শরীরের পেশিগুলো কিছুটা স্টিফ হয়ে যায়। (এরও লম্বা চওড়া কারণ আছে। ইনশর্ট বললে তাপ তৈরি করার জন্যে)। ব্লাডারের পেশিতেও সেইম কন্ডিশন হয়। ব্লাডারের পেশি টাইট হওয়ায় ব্লাডারের ভেতরের প্রেশার বেড়ে যায়।
ফলাফলঃ মূত্রত্যাগের ইচ্ছা জাগ্রত হওয়া৷
মেডিকেল সাইন্সে এটাকে আদর করে Cold Diuresis বলা হয়। Di=দুই + uresis= মূত্র তৈরী হওয়া।
আরেকটা মজার বিষয় হলো, পানির স্রোত বা পানি পড়ার শব্দও অনেকের মধ্যে মূত্র ত্যাগের ইচ্ছা জাগ্রত করে।
যদিও এটার এক্সাক্ট কোনো ব্যাখ্যা সাইন্টিফ্যালি ইস্টাব্লিশ করা যায়নাই, তবে মূত্র প্রবাহের শব্দের সাথে পানির প্রবাহের শব্দের মিল আছে বলে শিখন প্রক্রিয়ায় পানি প্রবাহের শব্দের সাথে মূত্রত্যাগের ইচ্ছার একটা সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন তৈরী হয়। খুব কম্পলেক্স ব্যাখ্যা আছে এটার। বাট ইনশর্ট এতোটুকু জানলেই ইনাফ।
লিখেছে: Mahabuba Rahman
Parasympathetic nervous system আমাদের শরীরের সকল মাসল এবং স্ফিংটার (অর্থাৎ মুত্রনালীর ছিদ্র, মলদ্বারের ছিদ্র) ইত্যাদিকে রিল্যাক্স করে। অর্থাৎ প্রস্বাব হওয়া- এই ঘটনাটা ঘটায় প্যারাসিম্পেথেটিক নার্ভ। এখন যদি আপনার শীতল স্পর্শে বা পানির স্পর্শে মূত্রত্যাগের অনুভূতি জাগে তাহলে হতে পারে শীতল স্পর্শে বা পানির স্পর্শে আপনার খুব রিল্যাক্সড লাগে ফলে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলাস পায়।