ইদানিং দোকানপাট স্কুল কলেজ খুলে দেয়ার পরও করোনা সংক্রমন অনেক কম, এর কারন হিসাবে আমার এক শিক্ষক বললেন আমরা herd ইমিউনিটি অর্জন করেছি তাই এখন সংক্রমন কম,এটা কি সত্যি?
ইদানিং দোকানপাট স্কুল কলেজ খুলে দেয়ার পরও করোনা সংক্রমন অনেক কম, এর কারন হিসাবে আমার এক শিক্ষক বললেন আমরা herd ইমিউনিটি অর্জন করেছি তাই এখন সংক্রমন কম,এটা কি সত্যি?
Share
answered by Samudra Jit Saha
করোনার লক্ষণ দেখা দেয় আক্রান্ত হওয়ায় ২দিন থেকে ২সপ্তাহ পরে, তারও কিছুদিন পর মানুষ যায় টেস্ট করাতে, তারপর আসে রেজাল্ট। এসব মিলিয়ে ধরে নিন আক্রান্ত বাড়ছে কীনা কমছে তা দেখা শুরু হবে ২সপ্তাহ পর। অর্থাৎ আক্রান্তের হিসেব প্রায় ২সপ্তাহ পিছিয়ে আছে। আরও দুই সপ্তাহ যেতে দিন, তারপর বোঝা যাবে স্কুল-কলেজ খোলায় আক্রান্ত বাড়ছে নাকি কমছে।