করোনার ভ্যাক্সিন কতটুকু কার্যকর বলে মনে করেন? এত অল্প সময়ে ভ্যাক্সিনের কার্যকারিতা ও দীর্ঘ সময়ের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যাবেক্ষন ছাড়া ভ্যাকসিন শরীরে দীর্ঘ সময়ে অন্য কোন সমস্যার কারন হতে পারে কিনা? এই বিষয়ে কি মনে করেন?
করোনার ভ্যাক্সিন কতটুকু কার্যকর বলে মনে করেন? এত অল্প সময়ে ভ্যাক্সিনের কার্যকারিতা ও দীর্ঘ সময়ের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যাবেক্ষন ছাড়া ভ্যাকসিন শরীরে দীর্ঘ সময়ে অন্য কোন সমস্যার কারন হতে পারে কিনা? এই বিষয়ে কি মনে করেন?
Share
উত্তরদাতাঃ Samudra Jit Saha
ভ্যাক্সিন কতটুকু কার্যকর সেটা প্রতিটা ভ্যাক্সিনের ক্ষেত্রে গুগল করলেই পাবেন। প্রায় পুরোপুরি কার্যকর বলা উচিৎ আসলে।
এবার ভ্যাক্সিন এত অল্প সময়ে পাওয়া গেছে কারন একাধিক স্টেপ পাশাপাশি চলেছে বেশি বাজেটের ফলে। কার্যকারিতার যথেস্ট পরীক্ষা নিরীক্ষা হয়েছে, পার্শ্বপ্রতিক্রিয়ারও। ভ্যাক্সিনগুলো আসলে গত বছরের শুরুর দিকেই উদ্ভাবন করা হয়েছে। এতদিন ধরে টেস্ট করা হলো। অনেক দূরভবিষ্যতে এরকম ভ্যাক্সিনের ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া থাকেনা সাধারনত।