ধরেন একটা বস্তু আমরা গড়িয়ে দিলাম।যে বেগে গড়িয়ে দিলাম তার একটু পড়ে যদি আবার ধাক্কা দেই তাহলে তার বেগ বেড়ে যাবে, আবার ধাক্কা দিলে বেগ আরও বেড়ে যায় তাহলে এইভাবে মহাকাশযানের বেগ কি বাড়ানো যায় না? স্পেসে নিয়ে যাওয়ার পর তার ইঞ্জিন স্টার্ট দিয়ে কিছুটা বেগ বৃদ্ধি করে অফ করে দিলাম। যেহেতু স্পেসে কোনো ঘর্ষন নেই তো ইঞ্জিন অফ করলেও তো বেগ কমবে না আবার ইঞ্জিন স্টার্ট দিয়ে বেগ বাড়ালাম, এভাবে বার বার রিপিট করে কি মহাকাশযানের বেগ অনেক অনেক বৃদ্ধি করা যায় না??
ধরেন একটা বস্তু আমরা গড়িয়ে দিলাম।যে বেগে গড়িয়ে দিলাম তার একটু পড়ে যদি আবার ধাক্কা দেই তাহলে তার বেগ বেড়ে যাবে, আবার ধাক্কা দিলে বেগ আরও বেড়ে যায় তাহলে এইভাবে মহাকাশযানের বেগ কি বাড়ানো যায় না? স্পেসে নিয়ে যাওয়ার পর তার ইঞ্জিন স্টার্ট দিয়ে কিছুটা বেগ বৃদ্ধি করে অফ করে দিলাম। যেহেতু স্পেসে কোনো ঘর্ষন নেই তো ইঞ্জিন অফ করলেও তো বেগ কমবে না আবার ইঞ্জিন স্টার্ট দিয়ে বেগ বাড়ালাম, এভাবে বার বার রিপিট করে কি মহাকাশযানের বেগ অনেক অনেক বৃদ্ধি করা যায় না??
Share
answered by Nayeem Hossain Faruque
যায়। ত্বরণ দিতে শক্তি লাগে। স্পেসশিপ এমনিতে ইঞ্জিন অফ করেই চলে পৃথিবী ছাড়ার পর, প্রয়োজন না হলে।