কোভিড মোকাবিলাতে হোমিওপ্যাথি
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
Dr.T.S.Saha
Ex-professor & head
Department of Community Medicine
The Calcutta Homoeopathic Medical College & Hospital, state model college, Govt. of W.B
★Admin: stuart close homoeopathy club
কোভিড ১৯ এর মোকাবিলাতে যথাক্রমে
হাইড্রক্সিক্লোরোকুইন>
আইভারমেকটিন>প্লাজমা থেরাপি>লোপিনাভির>
আজিথ্রোমাইসিন>রেমেডিসিভিয়ার(?) বাতিল হয়ে চলেছে। জানিনা,যাদের দেহে এইগুলো প্রবেশ করেছে তাদের এখন কি সমস্যা হচ্চে বা পরে কি সমস্যা হবে। সবগুলোই trial & error মেথডে প্রয়োগ করা হয়েছে। আর সেটাই স্বাভাবিক কারন মডার্ন চিকিৎসায় রোগের কারন জেনে তারপরে তার ওষুধ প্রয়োগ করা হয়। ওষুধের কার্যকারিতা নির্ভর করে পরীক্ষার বিভিন্ন স্তরে প্রাপ্ত ফলাফলের উপর নির্ভয় করে। সেটা দীর্ঘ সময় নির্ভর কিন্তু যখন কোনো অজানা রোগ হঠাৎ করে সারা বিশ্বকে দুমড়ে -মুচড়ে দেয়, সমাজকে শ্মশান বানায় তখন এইসব পরীক্ষা করার সুযোগ হয়ে ওঠে না। তখন হ্যানিম্যানের সেই দুশো বছরের পুরোনো উক্তি ধার করে বলতে হয় treatment then depends on conjecture মানে চিকিৎসা তখন চলে অনুমানের উপর নির্ভর করে যেটা এখন মডার্ন মেডিসিন করে চলেছে। একবছরের বেশি হয়ে গেল, এখনও কোনো standard treatment protocol তৈরি হল না।
সমস্যা আরো গভীর হয় যখন রোগের কারন মানে যাকে Epidemiology র পরিভাষায় বলা হয় agent, তার যদি ঘনঘন চরিত্র বদল হয় যেমন এখন কোভিড ১৯ এর ক্ষেত্রে ঘটছে তখন মডার্ন মেডিসিনের অসহায়তা ক্রমশঃ প্রকট হতে শুরু করে। তখন শুধুমাত্র accessory measure উপর নির্ভর করে চিকিৎসা চালিয়ে যেতে হয়। রোগীর বাঁচা-মরা সম্পূর্ণ নির্ভর করে তার জীবনীশক্তির উপর যাকে হোমিওপ্যাথির স্রষ্টা স্যার হ্যানিম্যান বলেছেন Vital force যে কিনা সুস্থাবস্থায় আমাদের শরীরের সমস্ত শারীরবৃত্তীয় কার্যকে সুষ্ঠুভাবে পরিচালিত করে।
আর এইখানেই হোমিওপ্যাথির জয়। হোমিওপ্যাথি মনে করে রোগের কারনকে খতম করে নয়, রোগীর জীবনীশক্তিকে চাঙ্গা করলেই পরে সে নিজে থেকে রোগীকে সুস্থ করে তুলবে। আর সেটা করা সম্ভব রোগীর লক্ষণগুলোকে পর্যালোচনা ও মূল্যায়ণের মাধ্যমে। হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর কার্যকারিতা দুশো বছর ধরে নির্দিষ্ট ও কার্যকারী আছে ও সে অযুতবার পরীক্ষাতে কৃতকার্য। আর তাই তা অপরিবর্তনীয়। যে রোগ অতীতে এসেছে, বর্তমানে আছে ও ভবিষ্যতে আসবে সে তো রোগীকে আক্রমন করলে কিছু লক্ষন প্রকাশ তো করবেই( যদিও এর ব্যতিক্রম আছে) আর লক্ষন থাকলেই হোমিওপ্যাথি অপ্রতিরোধ্য।
আর তাই কোভিড ১৯ এর মোকাবিলাতে দুশো বছরের পুরোনো মেডিসিনগুলো যেমন Bryonia, Rhus tox., Pulsatilla, Nux vomica দারুনভাবে সফল।
“রোগীর বাঁচা-মরা সম্পূর্ণ নির্ভর করে তার জীবনীশক্তির উপর যাকে হোমিওপ্যাথির স্রষ্টা স্যার হ্যানিম্যান বলেছেন Vital force যে কিনা সুস্থাবস্থায় আমাদের শরীরের সমস্ত শারীরবৃত্তীয় কার্যকে সুষ্ঠুভাবে পরিচালিত করে।”![May be an image of text that says "Samuel Hahnemann From Wikipedia, the free encyclopedia Christian Friedrich Samuel Hahnemann (German: ['ha:neman]; 10April 1755[1] -2July 1843) 1843)wasa was German physician, best known for creating the pseudoscientific21 system of alternative medicine called homeopathy."](https://scontent.fcgp17-1.fna.fbcdn.net/v/t1.6435-9/192728460_2874228099573205_8091750167744765622_n.jpg?_nc_cat=100&ccb=1-3&_nc_sid=dbeb18&_nc_ohc=RKs7KiWO_R4AX9jk1Fr&_nc_ht=scontent.fcgp17-1.fna&oh=1ddbbc7a67e96f40e6b0e9a90f6ed369&oe=60E21D25)
এসব আধ্যাত্মিক কথার সাথে বিজ্ঞান মেশানো উচিৎ না।
হোমিওপ্যাথি স্যুডোসায়েন্স বা ভুয়াবিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত এখন। এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই।
“হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর কার্যকারিতা দুশো বছর ধরে নির্দিষ্ট ও কার্যকারী আছে ও সে অযুতবার পরীক্ষাতে কৃতকার্য।”
না হোমিওপ্যাথি কোন পরীক্ষায় কৃতকার্য না। পোস্টদাতাকে বলুন তো এমন রিসার্চ পেপার দেখাতে যেখানে হোমিওপ্যাথির দর্শন প্রমানিত হয়েছে বা ওষুষগুলোর কার্যকারীতার প্রমান পাওয়া গেছে।
স্যার হ্যানিম্যান ও তার হোমিওপ্যাথির ব্যাপারে উইকির এই লাইনটা পার্ফেক্ট