মাঝে মধ্যে প্রসাবের বা মুত্রবিসর্জন দেওয়ার সময় পুরো শরীর হালকা ঝাকি ওঠে। এর কারণ কী??
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
ব্যাঙের ছাতার বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর বিষয়ক ওয়েইসাইটে লগইন করুন।
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
লেখক: আবু রায়হান
দুটো তত্ত্ব (হাইপোথেসিস) প্রচলিত আছে এটা নিয়ে:
১। Sensation of the drop in temperature:
প্রস্রাব করলে শরীরের উষ্ণ তরল বের হয়ে শরীর কিছু তাপ হারায় যাকে আবার স্বাভাবিক অবস্থায় আনতে শরীরে একটু
ঝাকুনি সৃষ্টি হয় যাতে ঝাকুনির ফলে শরীর একটু উষ্ণ হয়।
২। Mixed signals in the autonomic nervous system and peripheral nervous system:
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা
Autonomic nervous system(ANS) মূত্রত্যাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ANS এর দুইটি শাখা।
১। The Sympathetic Nervous System -প্রতিবর্ত ক্রিয়া (যেমন-চোখে পোকা ঢুকার আগে তারাতারি চোখ বন্ধ করা,ভয় পেলে লোম দাঁড়ানো,প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক সাড়াদান ইত্যাদি) নিয়ন্ত্রণ করে ।
২। The Parasympathetic Nervous system(PNS)
-এটা rest, digestion সিস্টেমের জন্য দায়ী।
যখন আপনার মূত্রথলী পূর্ণ হয়ে যায় তখন মূত্রথলি থেকে
spinal cord(মেরুদন্ডের মেরুরজ্জু যেখান দিয়ে স্নায়ুতন্তু মস্তিষ্কে গমন করে ) -সেখানে থাকা sacral nerves কে সক্রিয় করে।এর ফলে parasympathetic nervous system প্রতিক্রিয়াশীল হয়।এর অ্যাকশনের ফলে মূত্রথলীর দেয়াল মূত্র বাহিরে বের করতে প্রস্তুত হতে থাকে।
আবার,সাথে সাথেই মূত্র বের হওয়ার সময় এর প্রতিক্রিয়ায় রক্তচাপ ড্রপ করে।
তারপর sympathetic nervous system কমে যাওয়া ব্লাডপ্রেশার আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে Catecholamine নামক নিউরো-ট্রান্সমিটার শরীরে প্রবাহ করে।
অর্থাৎ মুত্রত্যাগে দুই নার্ভাস সিস্টেমে সিগন্যাল তৈরি করে যার ফলশ্রুতিতে এই দুই রেসপেন্সে পাশাপাশি interaction(মিথস্ক্রিয়া)
হওয়ায় নার্ভাস সিস্টেমে
confusion গোলমেলে অবস্থা সৃষ্টি হওয়ায় আমাদের দেহে অনৈচ্ছিক কাঁপুনি সৃষ্টি হয়
বসে প্রস্রাব করলে দাঁড়িয়ে প্রস্রাব করলে ব্লাড প্রেশার করার চেয়ে কিছুটা কম ব্লাড প্রেশার ড্রপ করবে।ফলে মেয়েদের তেমন কাপুনি সৃষ্টি হয়না এ কারণে মনে করা হচ্ছে।
যাইহোক,এটা নিয়ে আরো গবেষণা চলছে বিজ্ঞান মহলে।তাই শেষে বলা হয়েছে
‘more scientific research is needed into the subject.’
https://www.thesun.co.uk/fabulous/2947303/why-people-shiver-when-they-pee-urinate/
https://www.healthline.com/health/pee-shivers