যখন আলো থেকে হঠাৎ অন্ধকার হয়ে যায় ( mainly electricity চলে যাওয়া ) তখন সাথে সাথে সবকিছু ঘুটঘুটে অন্ধকার লাগলে একটু পরেই একাই যেনো সব ষ্পষ্ট হতে শুরু করে। মানে নতুন কোনো আলো ছাড়াই ওই অন্ধকারেই যেনো চোখে সব একটু হলেই স্পষ্ট লাগে। এটা আরো ভালো বোঝা যায় যদি দূরে কোনো আলোক উৎস থাকে, অন্ধকার হওয়ার সাথে সাথে কিছুই দেখা যায় না অথচ একটু পরেই ওই দূরের আলো থেকেই মনে হয় যেনো অন্ধকারেও সব পরিষ্কার দেখা যাচ্ছে। এটা কেমন করে কী হয়?
যখন আলো থেকে হঠাৎ অন্ধকার হয়ে যায় ( mainly electricity চলে যাওয়া ) তখন সাথে সাথে সবকিছু ঘুটঘুটে অন্ধকার লাগলে একটু পরেই একাই যেনো সব ষ্পষ্ট হতে শুরু করে। মানে নতুন কোনো আলো ছাড়াই ওই অন্ধকারেই যেনো চোখে সব একটু হলেই স্পষ্ট লাগে। এটা আরো ভালো বোঝা যায় যদি দূরে কোনো আলোক উৎস থাকে, অন্ধকার হওয়ার সাথে সাথে কিছুই দেখা যায় না অথচ একটু পরেই ওই দূরের আলো থেকেই মনে হয় যেনো অন্ধকারেও সব পরিষ্কার দেখা যাচ্ছে। এটা কেমন করে কী হয়?
Share
আমাদের চোখে আলো প্রবেশের “গর্ত” পিউপিল কত ছোট/বড় (সংকোচিত/প্রসারিত) হয়ে আছে তার উপর নির্ভর করে কতখানি আলো চোখে প্রবেশ করবে এবং কত উজ্জ্বল/অনুজ্জ্বল দেখবো আমরা।
অনেক আলো যুক্ত পরিবেশে পিউপিল ছোট হয়ে থাকে। যেন সব ক্লিয়ার দেখা যায়। অনেক কম আলোর পরিবেশে দেখতে পিউপিল বড় হয়।
লাইট হুট করে নিভে গেলে আমাদের পিউপিল আগের মতো (ছোট) অবস্থা থেকে আস্তে আস্তে বড় হতে সময় নেয়। এজন্য লাইট নেভার সাথে সাথে একদম ঘুটঘুটে অন্ধকার দেখি (যেহেতু যথেস্ট আলো প্রবেশ করতে পারছে না, এমনিতেই আলো খুবই কম)
আর আস্তে আস্তে একটু পর পিউপিল বড় হয় আর আমরা দেখতে পাই চারপাশ।
😮
💞