স্যাপিওসেক্সুয়াল, হোমোসেক্সুয়াল, হেটারোসেক্সুয়াল ইত্যাদি টার্মগুলো বলতে কী বোঝায় এবং এরকম কতগুলা টার্ম আছে?
স্যাপিওসেক্সুয়াল, হোমোসেক্সুয়াল, হেটারোসেক্সুয়াল ইত্যাদি টার্মগুলো বলতে কী বোঝায় এবং এরকম কতগুলা টার্ম আছে?
Share
লিখেছে: প্রফুল্ল
অনেক রকমের sexuality, বা sexual orientation, বা যৌন দৃষ্টিভঙ্গির মানুষ রয়েছে, তার মধ্যে common কিছু সম্পর্কে নিচে বলা হলো।
স্যাপিওসেক্সুয়াল হলো যারা মানুষের গুণ দেখে তাদের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে।
হোমোসেক্সুয়াল হলো যারা নিজের লিঙ্গের মানুষের প্রতি সেক্সুয়ালি আকৃষ্ট হয়। (সমকামিতা আরকি)
হেটারোসেক্সুয়াল যার বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়।
এসেক্সুয়াল হলো এরা কোনো ধরনের যৌন আকর্ষণ অনুভব করেনা।
বাইসেক্সুয়াল হলো ছেলে মেয়ে উভয়ের প্রতিই সেক্সুয়ালি আকৃষ্ট হয়।
ডেমিসেক্সুয়াল হলো এরা সেক্সের থেকে মনের মিলকে বেশি গুরুত্ব দিয়ে থাকে।
বাকিগুলো এবং আরো জানতে: https://www.medicalnewstoday.com/articles/types-of-sexuality
এইসকল টার্মগুলো বিভিন্ন যৌন অভিমুখীতা ও লৈঙ্গিক পরিচয় বোঝানোর জন্য লোকেরা ব্যবহার করে। যেমন homosexual (সমকামী) একটা টার্ম এবং homoromantic (সমপ্রেমী) একটা টার্ম। কেউ চাইলে দুটো টার্মও একসাথেই ব্যবহার করতে পারে। homoromantic homosexual (সমকামী যারা শুধু সমলিঙ্গের প্রতি রোমান্টিক) । আবার একইভাবে biromantic homosexual (সমকামী যারা উভয় লিঙ্গের প্রতি রোমান্টিক)।
এরকম টার্ম শতাধিক আছে প্রায়। প্রয়োজনে প্রচুর টার্ম নতুন করে যোগ করা হচ্ছে প্রতিনিয়ত।
homosexual, homoromantic, gay, lesbian, lgbtq, queer এগুলো সব টার্ম কিন্তু এখানে একটাই সেক্সুয়াল ওরিয়েন্টেশন। সেটা হলো homosexuality।